শুক্রবার ০৪ জুলাই ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | কোহলিকে বল করার জন্য মুখিয়ে, বাজি পাল্টাতে চান বরুণ

Sampurna Chakraborty | ২১ মার্চ ২০২৫ ০২ : ৫২Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি বনাম বরুণ চক্রবর্তী দ্বৈরথে এগিয়ে কে? যারা মোটামুটি আইপিএল দেখেন, তাঁদের এই উত্তর জানা। অবশ্যই কিং কোহলি। কিন্তু অন্যান্য বারের তুলনায় এবার পরিস্থিতি একটু আলাদা। ইংল্যান্ড সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সফল বরুণ চক্রবর্তী। আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছেন। সুতরাং এবার কোহলি-বরুণ ডুয়েল নিঃসন্দেহে আরও উপভোগ্য হবে। তাও আবার শুরুতেই ঘরের মাঠে। ইডেনের পিচ থেকে সাহায্য পায় স্পিনাররা। প্রথম ম্যাচেই জমে উঠবে দ্বৈরথ। যার অধির অপেক্ষার কলকাতা নাইট রাইডার্সের রহস্য স্পিনার। বরুণ বলেন, 'আমি বিরাটকে বল করার অপেক্ষায়। খুবই উত্তেজিত। ও এতদিন আমার বিরুদ্ধে ভাল ব্যাট করেছে। এবার ওর বিরুদ্ধে ভাল বল করতে চাই।' 

পরপর দুটো সিরিজে সফল। মনোবল তুঙ্গে। এই অবস্থায় আইপিএল খেলতে নামবেন। স্বাভাবিকভাবেই অনেক বেশি আত্মবিশ্বাসী। তবে নাইটদের রহস্য স্পিনারের দাবি, পরিস্থিতি বিশেষ পার্থক্য গড়ে দেবে না। বরুণ বলেন, ' আত্মবিশ্বাসের বিষয়টা অন্যরকম। প্রত্যেক টুর্নামেন্টে শূন্য থেকে শুরু করতে হয়। আমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল খেলেছি। তবে আইপিএল সম্পূর্ণ ভিন্ন টুর্নামেন্ট। আমি জানি কতটা চ্যালেঞ্জ আসতে চলেছে। আমাকে প্রস্তুত থাকতে হবে।' গতবছর আইপিএলের আগে যেভাবে প্রস্তুতি নিয়েছিলেন, এবারও একইভাবে এগোতে চান বরুণ। তবে এবার দলে বেশ কয়েকটি পরিবর্তন হয়েছে। নেই গৌতম গম্ভীর। তাঁর পরিবর্তে যোগ দিয়েছেন ডোয়েন ব্রাভো। তবে পরিবর্তন নিয়ে বিশেষ ভাবতে চান না কেকেআরের স্পিনার। বরুণ বলেন, 'প্রত্যেক বছর কিছু না কিছু পরিবর্তন হবেই। চ্যাম্পিয়ন হলেও নিলামে কিছু বদল হয়ই। কোর গ্রুপ বদলে যায়। তবে ম্যানেজমেন্ট আগেরবারের ন'জনকে ধরে রাখতে পেরেছে। কোচিং স্টাফেও কিছু পরিবর্তন হয়েছে। সবাই খুবই ভাল। সকলের সঙ্গে আমার কথা হয়েছে। সবাই সেরাটা দেওয়ার জন্য তৈরি। আশা করছি প্রথম ম্যাচ থেকেই আমরা ছন্দ ধরে রাখতে পারব।' 

আরসিবির ব্যাটিংয়ের প্রশংসা করেন নাইটদের রহস্য স্পিনার। তবে পাওয়ার প্লে থেকে শুরু করে ডেথ ওভার, সব জায়গায় বল করতে তৈরি। তবে জানান, এই বিষয়ে অজিঙ্ক রাহানের সঙ্গে কথা হয়েছে তাঁর। পছন্দের সময় এবং পরিস্থিতি কেকেআরের অধিনায়ককে জানিয়েছেন। এই প্রসঙ্গে বরুণ বলেন, 'এই পর্যায় কোনও প্রতিপক্ষই সহজ নয়। সবাই কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে। আরসিবির ব্যাটিং ভাল। তবে আমার হোমওয়ার্ক করা হয়ে গিয়েছে। পাওয়ার প্লেতে, মাঝের ওভারে বা ডেথে, যেকোনও  সময় বল করার জন্য তৈরি। সেটা নিজের ওপর নির্ভর করে না। অধিনায়ক যখন চাইবে, আমাকে বল করতে হবে। আমি তার জন্য তৈরি। এবার নতুন অধিনায়ক। আমি কোন সময় সবচেয়ে কার্যকরী এই বিষয়ে আমার সঙ্গে ওর কথা হয়েছে।' শেষমুহূর্তে নিয়মে পরিবর্তন করেছে বিসিসিআই।‌ বলে লালার ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। তবে এটা খুব বেশি পার্থক্য গড়বে বলে মনে করেন না বরুণ। জানান, শিশিরের সময় কিছুটা সাহায্য পেতে পারে স্পিনাররা। গতবারের আইপিএল চ্যাম্পিয়ন। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। কিন্তু শনিবাসরীয় ইডেনে শূন্য থেকে শুরু করতে তৈরি বরুণ।

ছবি: অভিষেক চক্রবর্তী


Varun ChakravarthyVirat KohliEden GardensIPL 2025

নানান খবর

উইল লিখে তবেই এয়ার ইন্ডিয়ার বিমানে চড়লেন কনওয়ালজিৎ! বর্ষীয়ান অভিনেতার কাণ্ড দেখে কী বলছে নেটপাড়া?

স্মিথের শতরান, প্রাথমিক ধাক্কা সামলে ম্যাচে টিকে থাকল ইংল্যান্ড

আইটি সেক্টরের হাত ধরেই হাল ফিরল বাজারে, বিনিয়োগকারীদের মুখে হাসি

চিকিৎসাজগতে যুগান্তকারী পদক্ষেপ, পূর্ব ভারতের বৃহত্তম অত্যাধুনিক জেনোমিক্স ল্যাবের সূচনা করল সুরক্ষা ডায়াগনস্টিকস

হাইকোর্টে ধাক্কা হিন্দু পক্ষের, শাহী ইদগাহ মসজিদকে বিতর্কিত কাঠামো হিসেবে ঘোষণার আবেদন খারিজ

নিজের সন্তান নয়, তৃতীয় স্ত্রী-ও নয়, সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তাঁর সংস্থার প্রধান হলেন কে?

হাই কোর্টে খারিজ হয়ে গেল সইফ আলি খানের আবেদন, ১৫ হাজার কোটির লোকসান নবাব পুত্রের

‘রক্তবীজ-২’ তে গভীর হবে পঙ্কজ-সংযুক্তার রসায়ন!, কী বললেন আবির চট্টোপাধ্যায়?

অন্যসময় করুন না করুন, রাতে অবশ্যই করবেন! এই কাজ না করলেই হতে পারে হৃদরোগ

এক ধাক্কায় বয়স কমবে ২০ বছর, দূর হবে হরমোনের ভারসাম্যহীনতা! রাতে পায়ের তলায় এই তেল মালিশেই পাবেন হাজার উপকার

মাতাল হয়ে নিজেকে খুঁজতে নিজেই দল গঠন! নেশার ঘোরে নিজের উদ্ধার অভিযানে যোগ দিলেন ব্যক্তি!

সংক্রমণের চিকিৎসায় হাসপাতালে গিয়েছিলেন, সেই রোগীর যৌনাঙ্গ কেটে ফেললেন চিকিৎসক! অসমে ভয়াবহ কাণ্ড

কু ঝিক ঝিক আওয়াজের সঙ্গে সর্পিল গতি, দার্জিলিংয়ের ঐতিহাসিক টয় ট্রেন-এর জন্মদিনে ছুটল বিশেষ ট্রেন

গত ১০ বছরে ইউরোপের দেশগুলিতে তরতরিয়ে বেড়েছে মুসলিম জনসংখ্যা, চাঞ্চল্যকর তথ্য উঠে এল সমীক্ষায়

অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনায় বিরাট বদল, দিশেহারা হবে পাকিস্তান

ভুলতে পারছেন না তিনশো হাতছাড়া হওয়ার আক্ষেপ, বাবা-মায়ের বার্তায় আবেগতাড়িত গিল

লকারে দিনের পর দিন সোনা রাখেন? বড় বিপদ ডেকে আনছেন না তো

ভিডিও কলে ছাত্রীর শরীর দেখার 'আবদার' শিক্ষকের! তারপর কী হল?

অমিতাভের আশীর্বাদ নিয়ে বাংলা ছবিতে কামব্যাক অনিরুদ্ধ রায়চৌধুরীর! ‘ডিয়ার মা’র জন্য ‘শাহেনশাহ’ শুভেচ্ছা পেয়ে কী বলছেন জয়া-চন্দন?

সোশ্যাল মিডিয়া